Skip to content

আমেরিকায় COVID-19 ভ্যাকসিন : পরবর্তী পদক্ষেপ 75 উর্ধ এবং জরুরী পরিষেবা সরবরাহকারী শ্রমিক

ফেডারেল উপদেষ্টা প্যানেল রবিবার সুপারিশ করেছে 75 বছর বয়সের বা তার চেয়ে বেশি বয়স্ক এবং অপরিহার্য কর্মীরা যেমন দমকলকর্মী, শিক্ষক এবং মুদি দোকান কর্মীরা COVID-19 ভ্যাকসিনের পরবর্তী প্রয়েগ পদক্ষেপ।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপরের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শুরু হওয়া টিকা কর্মসূচির মধ্য দিয়ে প্রায় 556,000 আমেরিকানকে প্রাথমিক শট দেয়া হয়েছে।

ফাইজার ইনকরপোরেশন এবং জার্মানির বায়োএনটেক দ্বারা প্রস্তুতকৃত COVID-19 ভ্যাকসিন ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে। গত সপ্তাহে মডার্না ইনকরপোরেশন এর ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে যা গত রবিবার ডেলিভারি হয়েছে।

রেফারেন্স: AP নিউস & ইমেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *